AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বানারীপাড়ায় থানা পুলিশের যুগান্তকারী সাফল্য — তিন শীর্ষ ডাকাত গ্রেপ্তার



বানারীপাড়ায় থানা পুলিশের যুগান্তকারী সাফল্য — তিন শীর্ষ ডাকাত গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া থানা পুলিশ তিন শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করে গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সাফল্যের নজির গড়েছে। গত ৫ মে সোমবার রাত ৮টা ৩০ মিনিটে বরিশালের গড়িয়ারপাড় এলাকা থেকে এই তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বরগুনা জেলার সদর উপজেলার ডাকাত সর্দার মো. সেলিম (৪৫), বানারীপাড়ার বাইশারী গ্রামের মো. বাদশা (৪১), এবং আউয়ার এলাকার মো. ডালিম (৪৩)। তাদের নামে ১০ থেকে ১২টি মামলা রয়েছে।

এই গ্রেপ্তার বানারীপাড়া থানা পুলিশের ওসি মো. মোস্তফার নেতৃত্বে ও ওসি (তদন্ত) শতদল মজুমদারের তত্ত্বাবধানে একটি নিরলস অভিযানের ফল। অভিযানে ছিলেন এসআই চন্দন, অজয়, মাহফুজ ও পলাশসহ পুলিশের সঙ্গীয় ফোর্স। বরিশাল র‍্যাব-৮ এর সহায়তায় ও প্রযুক্তির ব্যবহার করে অভিযানটি সফল হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা ২১ এপ্রিল বাইশারী গ্রামের বাবুল দফাদারের বাড়ি ও ৩ মে সলিয়াবাকপুরের তালুকদার বাড়ির ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত বলে স্বীকার করেছে। তারা জানিয়েছে, ওই ডাকাতিতে মোট সাতজন অংশ নেয়।

এই সাফল্যের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সাধারণ মানুষ চান বাকি ডাকাতদেরও দ্রুত গ্রেপ্তার করা হোক। এ বিষয়ে ওসি মো. মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ২১ এপ্রিলের ডাকাতির ঘটনায় পরদিন ২২ এপ্রিল গ্রেপ্তার হন শহিদুল ইসলাম মানিক। পরে তার পরিবারের অভিযোগ ছিল, তিনি ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছেন। ২৪ এপ্রিল মানিকের পক্ষে মানববন্ধনও হয়।

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

Shwapno
Link copied!