চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। অভিযানে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিনি।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জীবননগর পৌর শহর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাবার সামগ্রী তদারকি করা হয়।
এ সময় জীবননগর পৌর শহরের তেঁতুলিয়া মোড়ে মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআই অনোমোদন বিহীন পণ্য রাখার অপরাধে মেসার্স নিশান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মতিউর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণ করে মানসম্মত কোমল পানীয় বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এ সময় ১ হাজার ২৯৬ বোতল কোমল পানীয় ধ্বংস করা হয়।
এ সময় সংশ্লিষ্ঠ বাজারের ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য, খাদ্য সামগ্রী বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে