AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবনসংলগ্ন চিলা ইউনিয়নে গাঁজার চালান উদ্ধার: এলাকাবাসীর অভিযানে মাদক ব্যবসায়ী পলাতক



সুন্দরবনসংলগ্ন চিলা ইউনিয়নে গাঁজার চালান উদ্ধার: এলাকাবাসীর অভিযানে মাদক ব্যবসায়ী পলাতক

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন বৌদ্ধমারী এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (৫ মে ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় স্থানীয়দের অভিযানে গাঁজার এই চালান উদ্ধার হয়। অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা বনের গহীনে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ বাবুল হাওলাদার, মোঃ অদূত, মোঃ রেজা সহ কয়েকজন এলাকাবাসী ওই এলাকায় নিয়মিত পাহারা দিতে গিয়ে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান। তাদের উপস্থিতি টের পেয়ে ৩–৪ জন ব্যক্তি দৌড়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত প্যাকেট থেকে আনুমানিক ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যা পরে মোংলা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহযোগিতায় গাঁজার একটি চালান জব্দ করা হয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয়দের অভিযোগ, বৌদ্ধমারী ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা নতুন কিছু নয়। বৌদ্ধমারী বাজারকে ঘিরে গড়ে উঠেছে গাঁজা ও অন্যান্য মাদকপণ্যের বেপরোয়া কারবার। স্থানীয় কিছু যুবক সুন্দরবনের গহীনে নিয়মিত মাদক সরবরাহ করে থাকে, এমনকি এই মাদক বনদস্যুদের কাছেও পৌঁছে বলে জানিয়েছেন একাধিক বাসিন্দা।

এলাকার প্রবীণ বাসিন্দা মোঃ আজিজুল বলেন, “আমরা এলাকাকে মাদকমুক্ত দেখতে চাই। যারা এই চক্রের গডফাদার, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।”

স্থানীয়দের দাবি, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং শক্ত হাতে আইন প্রয়োগের মাধ্যমে মাদক ব্যবসা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 


একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Link copied!