বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারীরা
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়।
গত ১৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. তরিকুল ইসলাম, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. রুস্তুম আলী খান, সাধারণ সম্পাকদ মো. মারুফ বিল্লাহ।
বক্তারা বলেন , সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তারই ধারাবাহিকতায় আজ দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এর পরেও দাবি না মানলে সমানে আরও কঠিন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারী দেন।
একুশে সংবাদ/ঝ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :