“রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘নতুন প্রজন্ম মানবিক সংগঠন’-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বাবুরচর উচ্চ বিদ্যালয় এবং বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস.কে সোহেল এবং অর্থায়ন করেন প্রবাসী সদস্যরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সরোয়ার হোসেনসহ ফরিদপুর জেলার অন্যান্য মানবিক সংগঠনের নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি।
ক্যাম্পেইনে রক্ত পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, “নতুন প্রজন্ম মানবিক সংগঠন যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা অনেকেই আগে রক্তের গ্রুপ জানতাম না। এখন জানলাম, এবং প্রয়োজনে অন্যদের রক্ত দিয়ে সাহায্য করতে পারব।”
সংগঠনের সভাপতি বলেন, “‘নতুন প্রজন্ম মানবিক সংগঠন’ প্রবাসী তরুণদের অংশগ্রহণে গঠিত একটি মানবসেবামূলক সংগঠন। আমাদের লক্ষ্য—মানবতার পাশে দাঁড়ানো। স্কুলের অনেক শিক্ষার্থীই রক্তের গ্রুপ জানে না, অথচ যেকোনো জরুরি পরিস্থিতিতে এটি প্রয়োজন হতে পারে। তাই রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন।”
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে