নেত্রকোনার কেন্দুয়ায় একটি ব্যাটারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার পৌর মার্কেটের ‘নাভানা ব্যাটারি হাউজ’ নামক দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক নজরুল ইসলাম চৌধুরী নাভানা ব্যাটারির একজন ডিলার।
চুরির বিষয়ে মালিকের ছেলে মেহেদী হাসান চৌধুরী জানান, “গতকাল রাত ১০টার দিকে বাবা ও কর্মচারীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকাল ১০টার দিকে এসে দেখেন, দোকানের শাটার খোলা এবং ভেতরের বহু মালামাল চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নতুন ব্যাটারি, পুরাতন ব্যাটারি ও গাড়ির মোটর, যার আনুমানিক মূল্য ছয় লাখ টাকার বেশি হবে। আমাদের ধারণা, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। এতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল।” এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চুরির বিষয়ে স্থানীয়দের মুখে শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/নে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

