ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেরাজ মেম্বার গ্রাম্য দলে যোগদান উপলক্ষে পিকনিককে কেন্দ্র করে আ`লীগের দুই গ্রুপে সংঘর্ষে ১ জন নিহতের ঘটনায় ৮৩ জনের বিরুদ্ধে মামলা, এ ঘটনায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকাটি।
সোমবার (৫ মে) দুপুরে নিহত কুদ্দুস মোল্লার ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে দবির উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ২০-২৫ জনের নামে মামলাটি দায়ের করেন।বিষয়টি নিশ্চিত করেছেন ভাংগা থানা পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হচ্ছে ইমন শেখ (২০), সুজন শেখ (২৪) উভয় পিতা মৃত্যু কুদ্দুস শেখ, বাড়ি মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। তারা মামাবাড়িতে থাকে, আলমগীর বেপারী (৪২), মকরমপট্টি গ্রামের মৃত আপেলউদ্দিন বেপারীর ছেলে।
উল্লেখ্য, গতকাল রাতে আওয়ামী লীগের গ্রাম্য দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কুদ্দুস মোল্লা নামের এক বৃদ্ধ ঘটনাস্থলের নিহত হয়েছেন।
আওয়ামী লীগের বর্তমান ওয়ার্ড সভাপতি মিরাজ মেম্বার ও সাবেক সভাপতি বজলু মুন্সির দলের মাঝে সংঘর্ষ হয়। বজলু মুন্সির সমর্থক নিহত হন।
এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, নিহতের ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে দবির উদ্দিনকে প্রধান আসামি করে ৮৩ জন অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, এলাকা থেকে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে