AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা শুরু



চাঁদপুরে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা শুরু

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমাদের বই মেলার উদ্দেশ্যই হচ্ছে পাঠকদের আবার বইয়ের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। পাঠকদেরকে আবার বইমেলায় ফেরত নিয়ে আসা, বই-মুখি করা।

বই আমাদেরকে পথ দেখায়, সঠিক নির্দেশনা দেয়। বিশ্ব সম্পর্কে এই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা যত বেশি পড়বো তত বেশি শিখবো। আর যত বেশি শিখবো তত বেশি জ্ঞান অর্জন করবো এবং অভিজ্ঞ হবো।

রোববার (৪ মে) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জিপিএ ৫ পেতে হলে আমাদেরকে পাঠ্যবইকে গুরুত্ব দিতে হবে, তবে যদি জ্ঞান বা প্রতিভার কথা বলি তাহলে সেই পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। একজন জ্ঞানী মানুষ যদি বেশি করে বই না পড়ে তাহলে তার প্রতিভার বিকাশ ঘটবে না।

অনেকসময় আমরা শুনে শুনে বলি সে খারাপ লিখে। তুমি না পড়লে বুজতে পারবা না কে খারাপ লিখে আর কে ভালো লিখে। আমাদের বই পড়তে হবে।

ডিসি উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, তোমাদের এই বয়সটা হচ্ছে যত বেশি পড়বে তত শিখবা। ইন্টারেনেটের যুগে আমরা লেখাপড়া করি সত্য কিন্তু আমরা বই বিমুখ হয়ে পরেছি। বিমুখ বলতে আমরা পাঠ্যবই ছাড়া অন্যসব বই থেকে আমরা বিমুখ হয়ে গেছি। 
চলো আমরা বাকী বইগুলোর দিকেও মনোযোগ দেই।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত ভ্রাম্যমাণ বইমেলা ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অন্য অতিথিরা।
 

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Shwapno
Link copied!