AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে ৩৬ টাকা দরে বোরো ধান সংগ্রহ শুরু



মুরাদনগরে ৩৬ টাকা দরে বোরো ধান সংগ্রহ শুরু

‘সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ শুরু করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা খাদ্য বিভাগ।

সোমবার (৫ মে) বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মুরাদনগর খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. আবদুর রহমান।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে এ বছর ৩৬ টাকা কেজি ও ১৪৪০ টাকা মন দরে প্রতিজন কৃষকের নিকট থেকে সর্বোচ্চ ৩ টন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য বিভাগ। এ বছর মুরাদনগর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১৪৫ মেট্রিক টন।

এ সময় আরওপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম মিয়া, মুরাদনগর সরকারি খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত সেনগুপ্ত, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসা কৃষকরা।

মুরাদনগরে শুরু হওয়া ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানা যায়। এ বছর কৃষকের অ্যাপ ও উপজেলা কৃষি অফিসের নিবন্ধিত কৃষক তালিকার কৃষকদের থেকে আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হচ্ছে এবং ধানের মূল্য সরাসরি কৃষকের নিজস্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।
 

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Shwapno
Link copied!