সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন জেলা শাখার সহসভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহেল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল ওদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ রুহুল আমীন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জহরলাল দত্ত, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক কাওসার ইকবাল ও সাংবাদিক ইমাদ উদ দীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সুজনের নীতি ও উদ্দেশ্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহিমূলক প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

