নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজার ও সদর উপজেলার শ্রীমঙ্গল রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাজনগর খেয়াঘাট বাজারের স্বাগত মিষ্টিঘরকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ ৫০ হাজার টাকা এবং সদরের কেয়া আইসক্রিম ফ্যাক্টরিকে নিষিদ্ধ উপাদান মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে আরও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং মৌলভীবাজার পুলিশ লাইনের একটি টিম সহযোগিতা প্রদান করে।
জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী বলেন, “অভিযানে প্যাকেটজাত পণ্যের গায়ে মেয়াদ বা উৎপাদনের তারিখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, খাদ্যে রং মিশ্রণ, যথাযথ লাইসেন্স ছাড়া উৎপাদন এবং কর্মীদের সুরক্ষিত পোশাক না থাকা— এসব অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইনে দুটি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।”
তিনি আরও জানান, নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

