AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীর্ঘ ৯ মাস পর পুনরায় চালু করা হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস



দীর্ঘ ৯ মাস পর পুনরায় চালু করা হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

দীর্ঘ ৯ মাস পর পুনরায় চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। পাসপোর্ট সেবা গ্রহীতাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে রবিবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে অফিসটি।

কার্যক্রম শুরুর দিন সকালেই অফিস পরিদর্শনে যান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি পাসপোর্ট অফিসকে দালালমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন,আমরা চাই পাসপোর্ট অফিসটি সম্পুর্ণ দালালমুক্ত থাকুক। কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে হয়রানির শিকার না হন। সেবাপ্রত্যাশীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে সেবা পান এবং সেটি নিশ্চিত করতে হবে

জেলার বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন,নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ জেলা। এখানকার বহু মানুষ পাসপোর্ট নিয়ে বিদেশে যান, বিশেষ করে শ্রমজীবী শ্রেণি পেশার মানুষ। তাই এই অফিস পুনরায় চালু হওয়ায় মানুষের বড় ভোগান্তির অবসান হলো।

পূর্বের রোহিঙ্গা পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশি না হয়েও কেউ যদি পাসপোর্ট নেওয়ার চেষ্টা করে বা এমন অভিযোগ আসে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালাল নির্মূলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. জামাল হোসেন এবং পাসপোর্ট অফিসের সকল কর্ম কর্তা কর্মচারী সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।


একুশে সংবাদ/না.প্র/এ.জে

Shwapno
Link copied!