AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিগ্রি পরীক্ষা চলমান, ১৪৪ ধারা ভঙ্গ করে রাণীশংকৈল কলেজ মাঠে বৈশাখী মেলা



ডিগ্রি পরীক্ষা চলমান, ১৪৪ ধারা ভঙ্গ করে রাণীশংকৈল কলেজ মাঠে বৈশাখী মেলা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা ভঙ্গ করে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেছে মেলা কমিটি। শনিবার (৩ মে) সন্ধ্যায় বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন। 

জানা যায়, রাণীশংকৈল  ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে চলছে অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা। ৪ মে রবিবার অর্নাসের সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এজন্য উপজেলা নিবার্হী অফিসার শাফিউল মাজলুবিন রহমান পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ১৪৪ ধারা জারি করে শহর জুড়ে করেছেন মাইকিং।

কিন্তু পরীক্ষা শেষ হতে না হতেই ওই মাঠে মেলা কমিটির লোকজন ১৪৪ ধারা ভঙ্গ করে আয়োজন করেছে বৈশাখী মেলা। এতে পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে।

তবে সচেতন ব্যক্তিরা বলছেন, পৌরসভা এলাকায় অনেক ফাঁকা মাঠ রয়েছে। বিতর্ক না করে সে জায়গাগুলোতে মেলা বসাতে পারতো মেলা কমিটি। এদিকে কলেজ মাঠে মেলার ফলে রাস্তায় সবসময় যানজট লেগেই রয়েছে।  

মেলা প্রসঙ্গে অভিভাবক মনজুর আলম বলেন, এসএসসি, অর্নাস পরীক্ষা চলমান, প্রাথমিকে ৬ মে পরীক্ষা শুরু। বৈশাখী মেলার জন্য শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা দেখা দিবে। 

সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান জানান, প্রাথমিক স্কুলের প্রথম প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা ১৫৭টি স্কুলে একযোগে ৬ মে শুরু হবে। মেলায় যে খেলনা, রাইডস, ট্রেন, দোলনাগুলো রয়েছে এজন্য প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়ালেখার কিছুটা বিঘ্ন হবে। 

এবিষয়ে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন মুঠোফোনে বলেন, ১০দিনের জন্য কলেজ মাঠের অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার কোন সমস্যা হবে কিনা জানতে চাওয়া হলে? তিনি বলেন, ইউএনও’র সাথে কথা বলে আপনাকে জানাবো?  

মেলা কমিটির আহবায়ক উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, পরীক্ষা চলাকালিন কোন মেলা চলবেনা- মেলা হবে রাতে। ১৪৪ জারি ধারা শুধু পরীক্ষা চলাকালিন সময়ে বলবৎ থাকবে, এর পরে নয়। 

এ ব্যাপারে জানতে  ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।


একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

Link copied!