বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মে) বাদ জোহর তার পরিবারের সদস্যরা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, পিন্টু ছিলেন বিএনপির একজন সাহসী ও জনপ্রিয় নেতা, যিনি আজীবন দলের আদর্শ ও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন।
বক্তব্যে নেতাকর্মীরা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পিন্টুকে কারাবন্দি অবস্থায় চিকিৎসার প্রয়োজন থাকলেও চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু ঘটে। এটি কেবল একটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।ননেতাকর্মীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
নেতাকর্মীরা পিন্টুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার সাহসী ভূমিকা ও আত্মত্যাগ বিএনপির ইতিহাসে চিরভাসমান থাকবে। নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর পেছনে যারা দায়ী, তাদের বিচার চাই। এটি একটি হত্যাকাণ্ড, এবং জাতির কাছে এর সত্য প্রকাশ করা প্রয়োজন।
এই সময় উপস্থিত ছিলেন পিন্টুর সহধর্মিনী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস নাসিমা আক্তার কল্পনা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ এনাম এনায়েতুল্লাহ খোকন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম সুইট, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শ্যামল, চকবাজার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কোবির, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন, এবং লালবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রানা ও কামরুজ্জামান সুজন।
এছাড়াও নয়াপল্টনে বিএনপি`র কেন্দ্রীয় কার্যালয়ে নাসির উদ্দিন আহমেদ পিন্টু`র ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একুশে সংবাদ/রাফি/বাবু//এ.জে
আপনার মতামত লিখুন :