AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সামগ্রিকভাবে দেশের প্রাথমিক শিক্ষার মান ভালো না: লক্ষ্মীপুরে উপদেষ্টা বিধান রঞ্জন



সামগ্রিকভাবে দেশের প্রাথমিক শিক্ষার মান ভালো না: লক্ষ্মীপুরে উপদেষ্টা বিধান রঞ্জন

অন্তবর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “সামগ্রিকভাবে দেশে প্রাথমিক শিক্ষার মান ভালো নয়। আমরা সেই মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছি। পরিকল্পনা ও বাস্তবায়ন—উভয় ক্ষেত্রেই সমস্যা রয়েছে, যেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে।”

শনিবার (৩ মে) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “অনেক সময় দেখা যায়—শিক্ষার্থীরা স্বাক্ষর শিখতেই না শিখেই প্রাথমিক থেকে মাধ্যমিকে উঠে যাচ্ছে। বিভিন্ন সময় শিক্ষার মান উন্নয়নে বহু প্রকল্প গ্রহণ করা হয়েছে, কিন্তু প্রকল্প শেষ হলেও কাঙ্ক্ষিত মান অর্জিত হচ্ছে না।”

প্রাথমিক শিক্ষাকে ভবিষ্যতের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের শেখার ভিত্তি তৈরি হয়। শিক্ষকেরাই এ কাজে মূল নিয়ামক। যে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ভালো, সে বিদ্যালয়ের শিক্ষার মানও তুলনামূলক ভালো।”

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খিসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।

পরে জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

Shwapno
Link copied!