“সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এর প্রভাব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ পালন করা হয়েছে। শনিবার (৩ মে) বিকাল ৩টায় গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন—এহসান হাবিব, সম্পাদক, অবরুদ্ধ সময়ের কবিতা ও ফাউন্ডার,আব্দুল মালিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত),আবুল কালাম আজাদ, উপজেলা আইসিটি কর্মকর্তা, সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা ও সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারী বায়জিদ এবং গীতা পাঠ করেন সুপক রঞ্জন উকিল।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/গৌ.ম.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :