AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরিরামপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ



হরিরামপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ১৮ বছরের কম বয়সী এক কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবার। খবর পেয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেছে হরিরামপুর উপজেলা প্রশাসন।

শুক্রবার (০২ মে) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মজমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।

জানা গেছে, বিয়ের সব আয়োজনই ছিল সেখানে। কনের বাড়িতে বরযাত্রীও চলে এসেছিল। তবে এরই মধ্যে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার। পরবর্তীতে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী কনের পিতাকে দশ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিবাহ দিবেনা মর্মে কনের পিতার ও অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করবেনা মর্মে বরের অঙ্গীকারনামা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, বাল্যবিবাহ একটি অপরাধ। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ওই কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। ওই কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে কোথাও বিয়ে দেবেন না বলে তার অভিভাবকেরা অঙ্গীকার করেছেন। উপজেলা প্রশাসন সব সময় বাল্যবিবাহ বন্ধে তৎপর রয়েছে।


 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!