AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে মহাসড়ক যেন ভূট্টা শুকানোর মাঠ, সড়ক দুর্ঘটনার আশঙ্কা



ভূরুঙ্গামারীতে মহাসড়ক যেন ভূট্টা শুকানোর মাঠ, সড়ক দুর্ঘটনার আশঙ্কা

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়কটি এখন যেন খড় ও ভূট্টা শুকানোর মাঠে পরিণত হয়েছে। কৃষকরা সড়কের ওপর ধান ও ভূট্টার খড় শুকাতে দেওয়ায় যান চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

স্থানীয়রা জানান, খড় শুকানোর কারণে মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শফিকুল ইসলাম, আব্দুল লতিফসহ কয়েকজন এলাকাবাসী বলেন, বিশেষ করে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে। এতে প্রায়ই ঘটে যাচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। এমনকি যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কাও করছেন অনেকে।

স্থানীয় চালক ও পথচারীরা জানান, স্থলবন্দরের কারণে এই সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী গাড়ি চলাচল করে। এর ওপর মহাসড়কের মাঝখানে খড় শুকানোর কাজ চলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

সচেতন নাগরিকরা বলছেন, মহাসড়ক জনসাধারণের চলাচলের জন্য, এটি ব্যক্তিগত কাজে ব্যবহার করা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তারা খড় শুকানোর জন্য বিকল্প স্থান নির্ধারণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বড় ধরনের প্রাণহানিসহ মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।


একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Shwapno
Link copied!