মহান মে দিবস উপলক্ষে র্যালি শেষে রাস্তার পাশে বসে খিচুড়ি খাওয়ার সময় বাসচাপায় নিহত শ্রমিকদল নেতা মানিক গাজীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ মে) সকাল ১০টায় বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম ওটরা গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ হুমাউন খান, শ্রমিকদল আহ্বায়ক মোহাম্মদ আতিকুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন ডাকুয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, বৃহস্পতিবার (১ মে) দুপুর ১টা ১৫ মিনিটে পূর্ব ধামসর সোনার বাংলা বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো গ-১২-১৮৫৭) মানিক গাজীকে পেছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, নিহত মানিক গাজী (৬০) ছিলেন পশ্চিম ওটরা গ্রামের আব্দুল হক গাজীর পুত্র এবং বরিশালের শ্রমিকদল রাজনীতির সক্রিয় একজন সংগঠক।
একুশে সংবাদ// ব.প্র/ এ.জে
আপনার মতামত লিখুন :