"মহান মে দিবস দিচ্ছে ডাক,বৈষম্য নিপাত যাক" শ্লোগানে নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ছানোয়ার হোসেনের নেতৃত্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ মে) বিকেলে ঘোড়াশাল মিয়াপাড়া থেকে র্যালিটি বের হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল ঘোড়া চত্বরে পৌঁছে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।। এসময় ৩ মে শনিবার বিকেলে পলাশ বাসস্ট্যান্ডে আয়োজিত শ্রমিক জনতার সমাবেশ সফল করার লক্ষে বক্তব্য রাখা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
এসময় আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ছানোয়ার হোসেন, ঘোড়াশাল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্পব হোসেন মন্টু, আহ্বায়ক সদস্য মাসুদ আহমেদ, পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসফাক হোসেন নিরব প্রমুখ।
একুশে সংবাদ// ন.প্র/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

