বাংলাদেশ পুলিশ সপ্তাহ–২০২৫ উপলক্ষে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) লাভ করেছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. ইয়াসিন আহমেদ। সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটনে দক্ষতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদকে ভূষিত করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সপ্তাহ ২০২৫–এর উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে এসআই ইয়াসিন আহমেদকে এ সম্মাননা প্রদান করেন।
২০২৪ সালের ৩০ নভেম্বর ভোরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে সাহিদা বেগম নামে এক নারীকে উপর্যুপরি গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পরপরই এসআই ইয়াসিন বিশেষ উদ্যোগ গ্রহণ করে পলাতক একমাত্র আসামি তৌহিদ শেখ তন্ময়কে বরিশাল থেকে গ্রেপ্তার করেন। এই দ্রুততম ও দক্ষ অভিযানের জন্যই তিনি বিশেষভাবে প্রশংসিত হন।
এছাড়াও এসআই ইয়াসিন আহমেদ বিভিন্ন সময় সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটনে সাহসী ও সফল ভূমিকা রেখেছেন, যা আইন প্রয়োগকারী সংস্থার মর্যাদা বৃদ্ধি করেছে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এসআই ইয়াসিন আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার এ অর্জন ভবিষ্যতে পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
একুশে সংবাদ// মু.প্র/ এ.জে