খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে লক্ষীছড়ি থানা পুলিশ।
মো. মাফিজুল ইসলাম (৩১), পিতা মনিরুল ইসলাম, জুর্গাছড়ি এলাকার বাসিন্দা
আবু তালেব গাজী (২৮), পিতা হামিদুল গাজী, গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা
দুজনই লক্ষীছড়ি উপজেলার স্থানীয় বাসিন্দা।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক ১৮ বছর বয়সী তরুণী গোসল শেষে কাপড় ধুতে বাড়ির সামনে একটি খালে যান।
এই সময় পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা দুইজন ব্যক্তি তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের গাছের আড়ালে নিয়ে যায়।
তাদের একজন তরুণীকে ধর্ষণ করে, আর অপরজন সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এরপর তারা পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ অব্যাহত রাখে।
ভিকটিম নিজেই লক্ষীছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন জানান,“মামলা রুজুর মাত্র তিন ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। থানায় এনে ভিকটিমের সামনে তাদের সনাক্ত করা হলে তারা প্রাথমিকভাবে তাদের দোষ স্বীকার করে।”
বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি খালেদ হোসেন।
একুশে সংবাদ// খা.প্র/ এ.জে
আপনার মতামত লিখুন :