নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইখতিয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) বিকেলে নিজ এলাকা জহুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
পুলিশ জানায়, ভাঙচুর, দ্রুত বিচার এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলা গত বছরের ২১ আগস্ট, ২০ নভেম্বর ও ৫ ডিসেম্বর কেন্দুয়া উপজেলার বিভিন্ন বিএনপি ও ছাত্রদল নেতাদের দায়ের করা বলে জানা গেছে।
গ্রেপ্তার ইখতিয়ার হোসেন কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জহুরপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি।
ওসি মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পর থেকে আসামি আত্মগোপনে ছিল। তবে পুলিশ ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে এবং বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ইখতিয়ার হোসেনকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ// নে.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :