বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করে খেয়েছেন। তিনি এসব কথা বলেন মোংলায়, বৃহস্পতিবার (১লা মে) বিকাল ৫টায় রিমঝিম হল চত্বরে এক আলোচনা সভায়।
মোংলা পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সমাবেশের আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর, কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শেখ হাসিনার হাতে শুধু রক্ত আর রক্ত। ১৭ বছর ধরে দলীয় নেতা-কর্মীরা শিমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। আমরা ন্যায় ও সত্যের পক্ষে রয়েছি।" তিনি আরও বলেন, "আন্তর্জাতিক সঙ্গীহীন সরকারের হাত থেকে দেশের জনগণের মুক্তির জন্য দ্রুত সংস্কার করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আহবান জানাচ্ছি।"
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু হানিফ শানু, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল বাগেরহাট জেলা শাখা, মোঃ আবু হানিফ কমান্ডার মুক্তিযোদ্ধা দল মোংলা উপজেলা শাখা, মোঃ মাহবুবুর রহমান মানিক, সদস্য সচিব মোংলা পৌর বিএনপি, মোঃ ইমরান হোসেন সাবেক কমিশনার, মোঃ সাইফুল হোসেন মোংলা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং বিএনপি সহ উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যানরা। এ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া, জাতীয়তাবাদী শ্রমিক দল শহরের মোড় বাসস্ট্যান্ডে র্যালি ও আলোচনা সভা করেছে এবং অন্যান্য শ্রমিক সংগঠনও দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে।
একুশে সংবাদ//বা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :