নওগাঁর মহাদেবপুর উপজেলায় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরিফ হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার আখেড়া গ্রামে বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করার চেষ্টা চলাকালে হঠাৎ বৈদ্যুতিক শক খেয়ে আরিফ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার হাতে একটি কাটিং প্লাস ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা গেছে। সকাল সাড়ে ৭টার দিকে মিলের কর্মচারী লিপল ঘটনাস্থলে পড়ে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ//ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :