মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই লাল ফিতা মাথায় এবং গায়ে গেঞ্জি পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে জড়ো হন। সকাল সাড়ে ৯টায় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিগুলো উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উজিরপুর শাখার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান খান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ মহিউদ্দিন সরদার।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ মশিউর রহমান সরদার। বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইডের সাধারণ সম্পাদক আজম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল খালেক, উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, শ্রমিক দল নেতা সোলাইমান খান হাইয়ুমের নেতৃত্বে আরেকটি র্যালি উপজেলা সদর থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়াও শ্রমিক জেলার আরেক অংশের নেতা আতিকুল ইসলাম বিপ্লব ও খোকন ডাকুয়ার নেতৃত্বে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংগঠনিক কর্মসূচি পালন করে।
একুশে সংবাদ//ব.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :