নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব থেকে শাহাবুদ্দিন ইসলাম শিহাব কে বহিষ্কার পূর্বক অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) প্রেসক্লাবের পক্ষ থেকে এক জরুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। এর আগে সংগঠন বিরোধী কার্যকলাপ করায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়।
পরপর তিনটি নোটিশ এর জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে সংগঠনের নিয়ম অনুযায়ী তার উপরে প্রদত্ত ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার পূর্বক অব্যাহতি দেওয়া হয়েছে ।
একুশে সংবাদ//না.প্র//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

