রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিটিএ প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল।
তিনি শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে হোয়াইট হাউসে আম্বার গ্রুপের উদ্যাগে এবং এমএ হাসেম ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে হুইল চেয়ার বিতরণ কালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিতিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বলেছিল, এর একটাই কারণ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষা করা। গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।দেশের ভালো যত কাজ তার ৭০ ভাগ বিএনপি করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই দেশের সংস্কার শুরু করেছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা। যারা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছেও ৩১ দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারটেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি এম.এ হাসেমের সহধর্মিণী সুলতানা হাসেম। এ সময় অন্যদের উপস্থিত ছিলেন আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সহধর্মিণী ফারাহ রাসেল। অনুষ্ঠানে মোট ৪০ জন ব্যক্তিকে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
একুশে সংবাদ//ন.প্র//এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
