মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষকদলের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু।
গত ২৩ এপ্রিল জাতীয়তাবাদী কৃষকদল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//হ.মা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :