চৈত্র সংক্রান্তি ও পার্বত্য এলাকার ঐতিহ্যবাহী বিঝু উৎসব ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বাঘাইছড়ির খেদারমারায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মগবান স্পোর্টিং ক্লাব।
রবিবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় খেদারমারা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রিবেং ক্লাবের আয়োজনে জমকালো এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধনী পর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়, আর পুরো মাঠ ছিল দর্শকে ঠাসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিবেং ক্লাবের সভাপতি ও খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা (রিংকু)
শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম
রাঙামাটি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু
মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় মগবান স্পোর্টিং ক্লাব বনাম মধ্যম পাবলাখালী কদমা ক্লাব। নির্ধারিত সময় শেষে দুই দল ১-১ গোলে সমতায় থাকলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
টানটান উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে মগবান স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
ফাইনাল শেষে আয়োজক ও ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, “পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বিঝু উৎসবকে কেন্দ্র করে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করতে পারায় সকল খেলোয়াড় ও দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

