ময়মনসিংহের গৌরীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জামাই ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সজিব আহমেদ ও তার শ্বশুর মো. রইছ উদ্দিন। অভিযানে তাদের কাছ থেকে মোট ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, “অভিযান চলাকালে সজিব আহমেদের দেহ ও ঘর তল্লাশি করে ১০টি প্যাকেটে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৮টি প্যাকেটে ২০০ করে এবং ২টি প্যাকেটে ১০০ করে মোট ১,৮০০ পিস ইয়াবা ছিল। সজিব আহমেদ ওই এলাকার আব্দুল কদ্দুছের ছেলে।”
তিনি আরও জানান, “সজিব তার শ্বশুর মো. রইছ উদ্দিনের জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) ব্যবহার করে একটি মোবাইল সিম কার্ড উত্তোলন করে, যা মাদক ব্যবসার কাজে ব্যবহার করা হতো। রইছ উদ্দিন একই এলাকার নুর হোসেনের ছেলে।”
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেক পরিদর্শক কানিজ ফাতেমা বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এই মাদক ব্যবসার সঙ্গে আর কারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
