ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে শালিশে ধার্য জরিমানার টাকা পরিশোধ না করায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে পীরবাড়ি ও খালপাড় এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে ভাঙচুর করা হয় একাধিক বাড়িঘর ও দোকানপাট।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে বিরামপুর বাজারে লুডু খেলা নিয়ে পীরবাড়ির জুয়েল ও খালপাড়ের হাদিস মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েল আহত হলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য শালিশ বসে। শালিশে হাদিস মিয়াকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করে তা জুয়েলকে দিতে বলা হয়।
কিন্তু ১০ এপ্রিল নির্ধারিত সময় পার হলেও জরিমানার টাকা পরিশোধ না করায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার সকালে পীরবাড়ির হুমায়ুন ও খালপাড়ের সাচ্ছু মিয়ার নেতৃত্বে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনা।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, “সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে নতুন করে সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :