AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ‍‍`র পতাকা বৈঠক অনুষ্ঠিত


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০২:২৮ পিএম, ১১ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ‍‍`র পতাকা বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি-শৃংখলা, সীমান্ত হত্যা বন্ধ ও বিজিবি-বিএসএফের মধ্যে সম্প্রতি রক্ষার লক্ষ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৫ এর সাব পিলার ৩ এর পাশে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির ৮ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। অন্যদিকে বিএসএফের ৮ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজ কুমার, ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী ললিত কুমার ও ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী উদয় প্রতাপ শিং প্রমুখ।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, ঘন্টাব্যাপী পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষা, সব ধরনের চোরাচালান রোধ, মানব পাঁচার রোধসহ সীমান্ত হত্যা বন্ধসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যাতে সীমান্ত আর কোন নিরীহ বাংলাদেশি হত্যাকান্ডের শিকার না হয়, আমরা এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিএসএফের তিন ব্যাটালিয়নের অধিনায়ককে জানিয়েছি। এছাড়াও সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি ও বিএসএফের যৌথ টহল থাকবে।

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির পক্ষ থেকে সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের মাঝে মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধসহ নানা বিষয়ের উপর জনসচেতনতা মূলক সভা অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!