ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি গ্রামে রিয়া খাতুন (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৬ এপ্রিল) দুপুরে নিজ শোবার ঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিয়া খাতুন ওই গ্রামের মো. মাহফুজুর রহমানের স্ত্রী। মাহফুজুর রহমান নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে স্বামী মাহফুজুর রহমান রিয়াকে নিয়ে নারায়ণগঞ্জে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়ি ধর্মহাটিতে আসেন। ছুটির শেষে মাহফুজুর তাকে নারায়ণগঞ্জ না নিয়ে একা ফিরে যাবেন বলে জানালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরেই রিয়া নিজ ঘরে রুয়ার (কাঠের কড়িকাঠ) সঙ্গে গলায় ফাঁস নেন।
স্বামী মাহফুজুর রহমান ঘরে ঢুকে রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রিয়াকে নিচে নামান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, “স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণেই রিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সোমবার ফরিদপুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সুরতহালে তেমন কিছু পাওয়া যায়নি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

