চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন থেকে মাদ্রাসা শিক্ষার্থী মোঃ আফরান নুর আবির (৮) নামে এক শিশু অপহরণে ব্যবহৃত সিএনজিচালিত ট্যাক্সিসহ জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের ৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় বোয়ালখালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৫ মার্চ মঙ্গলবার দুপুরে চরণদ্বীপ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজর মোহাম্মদ বাড়ির নুরুল আজিমের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী মোঃ আফরান নুর আবির নিখোঁজ হয়।
অনেক খোঁজ খুজির পর  না পেয়ে আবিরের পিতা বোয়ালখালী থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন। ওইদিন দিবাগত রাত ৩টার দিকে আবিরের পিতার মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বার্তা দেয় অপহরণকারীরা। তারা বিষয়টির সত্যতা নিশ্চিতের জন্য আবিরের একটি ছবিও পাঠায়। অপহরণকারীদের দাবি অনুযায়ী টাকা প্রদানে রাজি হলে তারা মোবাইল ব্যাংকিং এর একটি নগদ নাম্বার দেয়। বিষয়টি পুলিশ জানতে পেরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে। এর মধ্যেই ২৬ মার্চ দুপুরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে নগরের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকার একটি মাদ্রাসার সামনে থেকে শিশু আবিরকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এরপর শিশুটির পিতা বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে রাতে অভিযান চালিয়ে বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়ার লাইলা বাপের বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক নুরুল আলমকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অপহরণে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। অপরদিকে যশোরের বেনাপোল থানার দুর্গাপুর গ্রামের মোঃ আয়াতুল্লাহর ছেলে মোঃ ইকবালকে (২৭) মুক্তিপণের টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধারে প্রতিটি পদক্ষেপ নিতে হয়েছিলো খুবই সতর্কতার সাথে। নানা ধরনের ফাঁদ তৈরি করতে হয়েছিল। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনা অনুযায়ী জেলা ডিবি পুলিশ, বাঁশখালী থানা পুলিশ, যশোর জেলার শার্শা থানা পুলিশসহ একাধিক টিম বোয়ালখালী থানা পুলিশকে সহায়তা করেছে। অপহরণের ঘটনা জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
