নওগাঁর নিয়ামতপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। গত সোমবার সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ভাবিচা ইউনিয়নের ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের স্মার্ট কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।
এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ২হাজার ৩৫৯জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পর্যায়ক্রমে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে । ৫৪০ টাকার এসব প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল রয়েছে । বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি’র এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।
৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পারিষদের প্রশাসনিক কর্মকর্তা কেরামতুল্যা,ইউপি সদস্য রুহুল আমিন,নূরুজ্জামান,সমশের আলী,সেফাল চন্দ্র মন্ডল,মেহেদী মামুন,আঞ্জুয়ারা এবং চাঁনভানু প্রমূখ।
একুশে সংবাদ// এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

