মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে কৃষকের গবাদি পশু পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জ্যাইলা গ্রামের কৃষক রশিদের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হওয়ায় দরিদ্র পরিবারের মাঝে হতাশা বিরাজ করছে |
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে , মঙ্গলবার দিবাগত গভীর রাতে কৃষক রশিদের বাড়ীর গোয়াল ঘরে কে বা কারা অগ্নিকান্ডের ঘটনা ঘটায় | আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে বাড়ীর লোকজনের ঘুম ভাঙ্গে । এ সময় পরিবারের সদস্যরা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়ালঘর সহ দুটি ষাড় গরু , তিনটি ছাগল ও পাশে থাকা বেশকিছু কবুতর আগুনে ভস্মীভূত হয়। এ মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় গৃহকর্তী নাসিমা বেগম বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ধার দেনা করে গরু দুটি মোটা তাজা করেছিলাম। তা আগুনে পুড়ে যাওয়ায় সর্বশান্ত হয়ে গেলাম। এ অগ্নিকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

