AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার আছিয়াসহ সম্প্রতি ধর্ষণের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ



মাগুরার আছিয়াসহ সম্প্রতি ধর্ষণের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ

ধর্ষণের শিকার মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর শহরে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারন শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় প্রতিবাদি ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টন নিয়ে প্রায় ঘন্টা ব্যাপি দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়ার ন্যায় বিচারেে দাবিতে নানা স্লোগান দেন।

পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, উপস্থিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপনের দরকার নেই। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণীর দূষ্কৃতিকারী গোষ্টি খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমুর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে সকলকে আন্তরিক হতে হবে।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!