হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ ।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশের ধারণা রাতের কোনও এক সময় অজ্ঞাত যুবককে দ্রুতগামী যানবাহন চাপা দেয়। এতে ঘটনাস্হলেই সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী আরও জানায় মৃত যুবককে ওই এলাকায় মানষিক ভারসাম্যহীন অবস্থায় মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

