ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের মিঠাপুর- রাজাপুর এলাকায় পিকআপে করে ছাগল চুরি করে নিয়ে পালাবার সময় জনতার হাতে আটক হয় তিন চোর।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে মিঠাপুর- রাজাপুর এলাকায় এঘটনা ঘটে। পরে চোরদের আটক করে ছাগল ও পিকআপ পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় জনতা।
চুরির ঘটনায় ছাগলের মালিক মিঠাপুর গ্রামের সফিকুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় শুক্রবার রাতে মামলা করেন। মামলা নং ৯।
চোররা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (২৫), একই উপজেলার হোগলা কান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) ও হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু সেখ (২৭)।
এজাহার সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাধবপুর গ্রামে দাউদের স-মিলের সামনে থেকে সফিকুল ইসলামের ২ টি বকনা ছাগল চুরি করে পিক আপে নিয়ে যাওয়ার সময় রাজাপুর বাজারে পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে ।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ছাগল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

