AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১ জনের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
১০:২১ এএম, ৮ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাড়িতে গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ রিকশাচালক মোহাম্মদ হান্নান (৪০) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসনালীসহ হান্নানের শরীরে ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল তাকে। সেখানেই মারা গেছেন তিনি।

তিনি আরও জানান, এই ঘটনায় হান্নানের স্ত্রী লাকির শরীরে ২২ শতাংশ দগ্ধ, মেয়ে জান্নাত ৩, সামিয়ার ৭, ছেলে সাব্বিরের ২৭, প্রতিবেশী ভাড়াটিয়া সোহাগের ৪০, তার স্ত্রী রুপালি ৩৪ ও মেয়ে সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ২ নাম্বার চেয়ারম্যান অফিসের পাশে একটি টিনসেড বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন মধ্যরাতে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এ সময় দুটি কক্ষে থাকা ৮ জনই দগ্ধ হন। ওইদিন ভোরে তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

দগ্ধরা হলেন, রিকশাচালক হান্নান (৫০), তার স্ত্রী লাকি আক্তার (৩৫), মেয়ে জান্নাত আক্তার নুরজাহান (৪), মেয়ে সামিয়া আক্তার রিম (১১) ও ছেলে সাব্বির (১২)। আরেক পরিবারে পোশাক শ্রমিক সোহাগ (২৩), তার স্ত্রী রুপালি (২০) ও তাদের একমাত্র দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া দগ্ধ হন‌।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!