নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূঁইয়ার ছেলে মোঃ রিপনের বিরুদ্ধে কয়েকটি গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, যা ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন মোঃ রিপন।
মোঃ রিপন বলেন,গত ৬ই মার্চ কয়েকটি গণমাধ্যমে "সোনারগাঁয়ে ফসলি জমির মাটি জোরপূর্বক ইটভাটায় বিক্রি " শিরোনামে আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। যা ভিত্তিহীন ও বানোয়াট। আমি কারো জমিতে অনুপ্রবেশ করিনি । আমি মূলত মৎস্য ব্যবসায়ী আমার নিজ জমিকে মৎস্য খামার এবং হাঁসের খামার গড়ে তোলার প্রক্রিয়া শুরু করছিলাম,এতে একটি কুচক্রি মহল মিথ্যা সংবাদ পরিবেশন করেছে বিভিন্ন গণমাধ্যমে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ।এ ছাড়াও রূপগঞ্জের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে আমার আত্মীয় পরিচয় দেয়া হয়েছে।গাজী গোলাম দস্তগীর এর সাথে আমার কোন সম্পর্ক নেই।কোন একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
একুশে সংবাদ// এ.জে