AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফান্দাউক দরবার শরীফের আয়োজনে একসঙ্গে বসে ইফতার করলেন ৩ হাজার রোজাদার



ফান্দাউক দরবার শরীফের আয়োজনে একসঙ্গে বসে ইফতার করলেন ৩ হাজার রোজাদার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ ৫ রমজান বৃহস্পতিবার  এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফান্দাউক দরবার শরীফের উলুম মাদ্রাসা মাঠে প্রায় তিন হাজার রোজাদার একসঙ্গে বসে ইফতার করছেন বলে জানিয়েছেন দরবার কর্তৃপক্ষ। সওয়াব হাসিলের জন্য এ ইফতার মাহফিলে শরিক হতে বহু স্থান হতে  ভক্ত- মুরিদান সহ দাওয়াতি মেহমানগণ ফান্দাউক দরবার শরীফে  ছুটে আসেন। ধনী, গরিব নির্বিশেষে সব মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে বসে ইফতার করেন রোজাদারগণ। 
 

ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হোসাইনী বলেন  প্রতিবছর রমজান মাসে ইফতারের আয়োজন করে আসছে ফান্দাউক দরবার শরীফ। ইফতার মাহফিলে সবাই একত্রে বসার জন্য দরবার শরীফ এর মাদ্রাসা মাঠ  প্রাঙ্গণে বিশাল প্যান্ডেল নির্মাণ  করা হয়।

জানা গেছে, এখানে ইফতার সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ আঞ্জুমানে ইসলামি ছাত্রমহলের সভাপতি মুফতি সৈয়দ বাকের মোস্তফা আল হোসাইনী সাহেবের  নেতৃত্বে ছিলেন ছাত্রমহলের দুই শতাধিক স্বেচ্ছাসেবক।আসরের নামাজের পর থেকে ইফতার সাজানোর কাজ শুরু করেন স্বেচ্ছাসেবকরা।

ছাত্রমহলরর স্বেচ্ছাসেবকরা জানান, তারা চেষ্টা করেন, যাতে ইফতার করতে আসা রোজাদারদের কোনো অসুবিধা না হয়। মাদ্রাসা মাঠের প্যান্ডেলের  নিচে প্রথমে  মাদুর বিছানো হয়। তারপর সারি সারি লাইন করে পানির বোতল দেওয়া হয়। তারপর গ্লাস-প্লেট। সাড়ে পাঁচটার দিকে ইফতার মাহফিল  জনসমুদ্রে পরিণত হয়।ফান্দাউক দরবার শরীফের প্রেস মুখপাত্র ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি  মোজাম্মিল হক মাসুমি জানান,আমরা প্রায় ৩ হাজার জনের ইফতার প্রস্তুত করেছি। ইফতারের তালিকায় আছে খিচুরি, ছোলা ভুনা, খেজুর,বিভিন্ন ফল  ও শরবত ।  রোজাদারদের জন্য প্রায় ৩ হাজার প্লেট ইফতার প্রস্তুত করা হয়। এ ছাড়াও দরবার  শরীফের আশপাশের এলাকার মসজিদ ও বাড়িতে পৌঁছে দেওয়া হয় রোজাদারের ইফতার। রয়েছে সুপেয় পানির বিশেষ ব্যবস্থা।

ইফতারের আগে প্রতিদিন ধর্মপ্রাণ মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। 

 

একুশে সংবাদ// এ.জে

Shwapno
Link copied!