বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে কেশবপুর উপজেলা ও পৌর শ্রমিক দল।
উপজেলা শ্রমিক নেতা বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর।
এছাড়া আরও বক্তব্য রাখেন—জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের আলাউদ্দিন, মিজানুর রহমান, তাইজুল ইসলাম, হুমায়ুন কবির, ইয়াসিন আরাফাত, শহিদুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ।
একুশে সংবাদ/য.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :