AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুরে মিথ্যা মামলায় কায়পুত্র সম্প্রদায়ের পুরুষেরা ঘরছাড়া



কেশবপুরে মিথ্যা মামলায় কায়পুত্র সম্প্রদায়ের পুরুষেরা ঘরছাড়া

যশোরের কেশবপুরে কায়পুত্র সম্প্রদায়ের কয়েকজন পুরুষ সদস্য মিথ্যা মামলার কারণে ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌরসভার আলতাপোল এলাকার গৃহবধূ নিসফলা মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি জানান, স্থানীয় ভাংড়ি ব্যবসায়ী মোমরেজ ষড়যন্ত্রমূলকভাবে কায়পুত্র সম্প্রদায়ের নিখিল মন্ডল, অরূপ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, দীপংকর মন্ডল ও সম্রাট মন্ডলের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

মামলার পর থেকেই অভিযুক্তদের কেউই আর বাড়িতে ফিরতে পারছেন না। ফলে পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। নারীরাও আতঙ্কে রয়েছেন।

তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি মহল ওই ভাংড়ি ব্যবসায়ীকে ইন্ধন দিয়ে মিথ্যা মামলাটি করিয়েছে।

সংবাদ সম্মেলনে কায়পুত্র সম্প্রদায়ের নারীদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলিত সংগঠনের নেতৃবৃন্দও।

ভুক্তভোগীরা এ সময় মিথ্যা মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার ও নিরাপদে বসবাসের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

Shwapno
Link copied!