নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার দৌলিতপুর ইসলামিয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও কার্যকরী সদস্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মোহাম্মদ সুমন মিয়া। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মোহাম্মদ সুমন মিয়া কে সভাপতি, মো: ইব্রাহীম মিয়াকে সাধারণ শিক্ষক সদস্য, মো: নজরুল কে অভিভাবক সদস্য ও মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আবুল হাসনাত সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির মেয়াদ ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়। এ মেয়াদে একটি নিয়মিত ম্যনেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে মোহাম্মদ সুমন মিয়া বলেন, বিগত সময়ে তো আমরা ছাত্রদের পাশে থেকে ছাত্রদের জন্য কোন কাজ করার সুযোগ পাইনি। এখন সুযোগ আসছে। মাদরাসার ছাত্রদের জন্য কিছু করতে চাই। আমি যেন এই কাজ করতে পারি তাই সকলের কাছে দোয়া চাই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :