বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তালহা রতনের ব্যক্তিগত উদ্যোগে ময়মনসিংহের নান্দাইলে সিংরইল বায়তুল হুদা মাদ্রাসার শতাধিক ছাত্রের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে নতুন জুব্বার কাপড় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সিংরইল ইউনিয়নের আগপাড়ায় সিংরইল বায়তুল হুদা মাদ্রাসায় জুব্বার কাপড় বিতরণ করা হয়।
মাদরাসার মোহতামিম হাফেজ মুহাম্মদ রাকিবুল হাসান গাজীর সভাপতিত্বে মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি দেলোয়ার হোসাইন রিয়াজী।
এদিকে ঈদের আগে ছাত্ররা ঈদ উপহার জুব্বার কাপড় পেয়ে খুশি ও আনন্দিত।দানশীল মানুষটির জন্য তারা প্রাণখোলে দোয়া করেন।
মাদরাসার মোহতামিম হাফেজ মুহাম্মদ রাকিবুল হাসান গাজী বলেন,মাদরাসার ছাত্রদের উপহার প্রদান করার জন্য ব্যবসায়ী দানশীল মানুষ আবু তালহা রতন সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন কাপড় পেয়ে ছাত্ররা খুব খুশী।আমরা ভাইয়ের জন্য দোয়া করি।
প্রধান অতিথি মুফতি দেলোয়ার হোসাইন রিয়াজী বলেন আল্লাহর খুশীর জন্য মাদরাসা পড়ুয়া ছাত্রদের মাঝে জুব্বার নতুন কাপড় প্রদান করেছেন আবু তালহা রতন সাহেব।আমরা উনার জন্য দোয়া করি।নতুন কাপড় পেয়ে ছোট এই শিশুদের আনন্দ ও তাদের মুখে হাঁসি দেখে খুবই ভালো লাগছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

