কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির উদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মৃত জিতু মোল্লার ছেলে জহির উদ্দিনকে ধামেরহাট বাজার থেকে গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জহির উদ্দিনকে (২ মার্চ) কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

