ময়মনসিংহের নান্দাইলে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ ) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো.আলী আহসান খানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর উপ- বিদ্যালয় পরিদর্শক সাখাওয়াত হোসেন।
৯ম শ্রেণীর ছাত্রী আলভী আক্তার ও জান্নাতুল ফারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মার্জিয়া রেবেকা সুলতানা, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম মন্ডল, প্রভাষক আমিনুল হক বুলবুল ও সিনিয়র শিক্ষক আব্দুল আলিম।
এছাড়াও অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা, কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো.সাখাওয়াত বিদায়ি ছাত্রীদের পরবর্তী ধাপে সাফল্যের জন্য অনুপ্রাণিত করে বলেন,জীবনের পরবর্তী সোপানে সাফল্যের চাবি হলো এসএসসি পরীক্ষা। তাই তোমাদের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে।তারজন্য প্রযোজন ভালোভাবে পরীক্ষার প্রস্ততি নেওয়া।আর এইজন্য পরীক্ষার পূর্বমুহূর্ত পর্যন্ত পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে হবে।
শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও সভাপতিকে উপহার প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

