কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আসামী ধরতে গিয়ে রৌমারী থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ওপর হামলা করে হাতকড়া সহ পালিয়েছে আসামী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধনারচর গ্রামে এ ঘটনা ঘটে।
হাতকড়াসহ পালানো আসামির নাম শাহনেওয়াজ আবির রাজু (৩০)। তিনি যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে। আহত এসআইয়ের নাম আউয়াল হোসেন। তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
রৌমারী সার্কেল `সহকারী পুলিশ সুপার` (এএসপি) মমিনুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবার সহ নিজ গ্রাম ছেড়ে ধনারচর চরের গ্রামে তার খালা ও সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়। ভুক্তভোগী স্কুলশিক্ষার্থীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। ধর্ষণ, মাদক ব্যবসা এবং অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভীতি প্রদর্শনের অভিযোগে রাজুকে গ্রেফতার করতে সোমবার রাতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন পুলিশ সদস্যের একটি দল সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের অভিযান চালায়। ওই বাড়ীতে তল্লাসি করে কয়েক পিচ ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ। এসময় রাজু, তার মা এবং খালাতো বোন ( শিরিনার মেয়ে) পুলিশের ওপর হামলা করে। এসআই আউয়ালের হাতে কামড় দেয় এবং তার অন্ডকোষে আঘাত করে। সুযোগ পেয়ে হাতকড়া সহ পালিয়ে যায় রাজু।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই আউয়ালকে উদ্ধার করে। পুলিশের ওপর হামলার অভিযোগে রাজুর মা আবেদা আক্তার রাজিয়া (৪৮) এবং খালাতো বোন রুনা আক্তার (২৩) কে আটক করে থানায় নেয়। এ সময় ওই বাড়িতে তল্লাসি চালিয়ে মাদক একটি দেশি রাম দা উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন জানান, সোমবার রাতে পুলিশের অভিযান হয়েছে। এ সময় পুলিশকে আঘাত করে আসামী রাজু হাতকড়া সহ পালিয়েছে।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নবিউল ইসলাম বলেন, একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি নন্দলাল চৌধুরী বলেন, পলাতক রাজু ধর্ষণ মামলার আসামী। ওই আসামীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মাদকের মামলা হয়েছে। এবং ঘটনাস্থলের ১০০ গজ দূর ভুট্রা ক্ষেত থেকে হাতকড়া উদ্ধার করা হয়েছে। আসামী কে ধরতে অভিযান চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :